‘কেদারনাথ’-এর সঙ্গে সারা আলি খানের যেন আলাদাই যোগ । যখন তিনি প্রথম এসেছিলেন কেদার, তখন তিনি ‘স্টার’ সারা নন । আবার এই ‘কেদারনাথ’-ই তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল । তৈরি করেছিল নায়িকা ‘সারা’-কে । সেই কেদারেই আবার পৌঁছে গিয়েছেন সারা আলি খান । অভিনেত্রী জানিয়েছেন, কেদার স্বর্গের মতো । তাই আবারও পৌঁছে গিয়েছেন ঈশ্বরকে ধন্যবাদ জানাতে । সেখান থেকেই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা ।
ছবি গুলিতে দেখা যাচ্ছে, কখনও মন্দিরের সামনে মাথায় লালা শাল জড়িয়ে ছবি তুলেছেন । কখনও প্রবল ঠান্ডায় ধোঁয়া ওঠা চায়ের গ্লাসে চুমুক দিচ্ছেন । কখনও আবার বরফের উপর কিংবা রাস্তায় বসে প্রকৃতিকে উপভোগ করছেন । সেইসঙ্গে লিখেছেন মন ছুঁয়ে যাও ক্যাপশন । সারা আলি খান লেখেন, “যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, তখনও পর্যন্ত ক্যামেরার মুখোমুখি হইনি । আর আজ, ক্যামেরা ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না ।কেদারনাথকে ধন্যবাদ আমাকে আমার মতো তৈরি করার জন্য । সবাই এখানে আসতে পারেন না, যাঁরা পারেন, তাঁদের মতো ভাগ্যবান খুব কম । আমি কৃতজ্ঞ যে ধন্যবাদ জানাতে আবার আমি এখানে ফিরে আসতে পেরেছি ।”
সাধারণ ভক্তের মতোই কেদারনাথ পৌঁছন সারা আলি খান । এখানে তিনি পুজোর পর জপও করেন । গত দুদিন ধরে কেদারনাথে রয়েছেন অভিনেত্রী । এই জায়গার সঙ্গে সারার বিশেষ সম্পর্ক রয়েছে । তিনি আগেও বাবা কেদারনাথে ঘুরে গিয়েছেন । এমনকি কেদারনাথ ছবির শুটিং চলাকালীনও সারা আলি খান প্রায় দুই মাস এখানে ছিলেন । কেদারনাথ হল সেই জায়গা যেখানে সারা তাঁর ফিল্ম কেরিয়ার শুরু করেছিলেন। ‘কেদারনাথ’ ছিল তাঁর প্রথম ছবি। এতে তাঁকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা গেছে। ছবির বেশির ভাগ শুটিং হয়েছে সেখানে।
ইনস্টাগ্রামে কেদারনাথের কিছু ছবি শেয়ার করে সারা ক্যাপশনে লিখেছেন যে তিনি মহাদেবের প্রতি কৃতজ্ঞ। ২০১৮ সালে, সারা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।সারা তাঁর ক্যাপশনে লিখেছেন, ‘যখন আমি প্রথম এই জায়গায় এসেছি, আমি কখনওই ক্যামেরার মুখোমুখি হইনি। আজ আমি তাঁকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। ধন্যবাদ কেদারনাথ বাবা আমি আজ যা আছি আপনার জন্যই।’সারার ভক্তরা তাঁর পোস্টে প্রচুর মন্তব্য করছেন। এই উপলক্ষে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকেও স্মরণ করেছেন অনেকে।
একজন কমেন্টে লিখেছেন, ‘এই পোস্ট দেখে সুশান্তের কথা মনে পড়ে গেল’। আরেকজন লিখেছেন, ‘সত্যিই মিস সুশান্ত সিং রাজপুত।’এই ছবিতে বিশ্বের উচ্চতম শিবমন্দির তুঙ্গনাথে রয়েছেন সারা আলি খান ৷ এই মন্দিরে মহাদেবের হৃদয় ও বাহুর পুজো করা হয়। বাবার মন্দিরে পুজো দিয়ে আর্শিবাদ নিয়েছেন সইফ-কন্যা ৷