বিপাকে জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি ধর্মীয় হিংসার প্রেক্ষিতে করা তাঁর মন্তব্য নিয়ে তোলপাড় হচ্ছে নেটপাড়ায়। এবার এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে হায়দরাবাদের সুলতান বাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ। একইসঙ্গে অভিনেত্রীর ২৭ মিনিটের একটি বক্তব্যের ভিডিয়ো তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তাঁরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। ঠিক কী বলেছেন অভিনেত্রী সাই পল্লবী? সম্প্রতি নিজে ছবি Virata Parvam -র প্রমোশন করতে দেখা গিয়েছে সাই পল্লবীকে। এই ছবির প্রচারেই একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর একটি মন্তব্য ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই ভিডিয়োতে অভিনেত্রীকে বলতে দেখা গিয়েছে, …
“কোন পরিবেশে একজন বড় হচ্ছেন তার উপর ভিত্তি করে তাঁর দৃষ্টিভঙ্গি তৈরি হয়। হিংসা বিষয়টি অত্যন্ত জটিল। কারণ, একটি বিষয় একজনের জন্য ঠিক হলে অপর জনের জন্য ভুল। দ্য কাশ্মীর ফাইলস ছবিতে দেখা যাচ্ছে কাশ্মীরের পণ্ডিতদের উপর অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি যিনি গোরু নিয়ে যাচ্ছিলেন তাঁকে মুসলিম সন্দেহে আক্রমণ করা হয়েছে। তাঁকে হত্যার পর আক্রমণকারীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিল। কাশ্মীরে যা ঘটেছিল আর যা সম্প্রতি ঘটেছে তাতে কি কোনও তফাত রয়েছে?”
সাই পল্লবীর এই মন্তব্যে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। যদিও এই বিতর্কে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়া ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এক নেটিজেনের কথায়, “এই দুটি ঘটনাকে তুলনা করার কোনও মানে হয় না। অত্যন্ত অপ্রাসঙ্গিক মন্তব্য। এর যথেষ্ট বিরূপ প্রভাব সমাজের উপর পড়তে পারে।” অনেকে আবার সাই পল্লবীর ছবিটিকে বয়কটের ডাক দিয়েছেন।
এবার এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হল। যদিও এই যাবতীয় বিতর্কের প্রেক্ষিতে এখনও অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে অতীতে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। এই ছবিটির প্রোমোশন থেকে শুরু করে বিষষবস্তু প্রতিটি ক্ষেত্রেই বিরোধীরা তোপ দেগেছিলেন। কিন্তু, ছবিটি বক্স অফিসে সফল হয়।