বিজেপি নেত্রী নুপুর শর্মার করা মন্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছে সারা দেশের রাজনীতি, শুধুমাত্র রাজনৈতিক উথালপাথাল এর উপরে এটি সীমাবদ্ধ থাকেনি মুসলিম ধর্মের মানুষরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন রাস্তায় নেমে। এই রাজ্যেও এই ধরনের প্রতিবাদ দেখা গেছে তবে বেশ কিছু জায়গায় এই প্রতিবাদ হিংসার রূপ নিয়েছে যা নিয়ে নতুন করে বিবাদ দেখা গেছে।
প্রতিবাদের নামে দেশের বেশ কিছু অংশে ভাঙচুর আগুন ধরানো এই ধরনের কাজকর্ম হয়েছে এবং দেশের সম্পত্তি নষ্ট করা হয়েছে, এ ক্ষেত্রে দেখা গেছে অধিকাংশ রাজ্য এই প্রতিবাদকারীদের উপরে খুব বেশি একশন নেয়নি, যদিও যোগীর রাজ্যে বেশকিছু বাড়ি ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে যা নিয়ে বিতর্ক উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে একটি প্রতিবাদ জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তাকেই খোঁচা দিতে এসেছিলেন স্বরা ভাস্কর, কিন্তু নেটিজেনরা তাকে ধুয়ে দিলেন।
দেশজুড়ে হিংসার প্রতিবাদ করেছেন গৌতম গম্ভীর, তিনি লেখেন যে দেশজুড়ে যে হিংসা হচ্ছে সেটা মোটেও ঠিক নয় বিশেষত এমন একজনের বিরুদ্ধে যে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছে, যদিও প্রতিবাদ যে করা যাবে না এই কথা কিন্তু গম্ভীর একবারও বলেননি তিনি প্রশ্ন তুলেছেন দেশজুড়ে যে হিংসা হচ্ছে, আগুন ধরানো হচ্ছে সেটা নিয়ে। আর এই পোস্টে জবাব দেন স্বরা ভাস্কর, সবসময়ই বিতর্কের মধ্যে জড়িয়ে থাকা এই অভিনেত্রী বিগত বেশ কিছুদিন ধরে জনপ্রিয়তা খুব একটা পাচ্ছেন না।
যখনই দেশে কোন বিতর্ক তৈরি হয় সেখানে কিছু একটা কমেন্ট করেন তিনি এবং তাকে নিয়ে খুব চর্চা হয়, এক্ষেত্রে তিনি গৌতম গম্ভীর কে জবাব দেন যে, গম্ভীর শুধুমাত্র দেশে যে হিংসা ছড়ানো হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু বুলডোজার দিয়ে যে মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সেটা নিয়ে কোন প্রশ্ন তুলছেন না গম্ভীর এটাই মনে করিয়ে দিতে চেয়েছেন স্বরা ভাস্কর। অথচ তিনি এটা ভুলে যাচ্ছেন হিংসা করার জন্যই বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে, যদিও ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা একটা বিতর্কিত বিষয়, এই বিষয়ে সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে যোগী সরকারকে। তবে একদল মানুষ অন্যায় করেছে এবং ভুল পথে হলেও তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেটা মেনে নিতে পারছেন না স্বরা ভাস্কর।
এই বুদ্ধিজীবী স্বরা ভাস্কর কে তুলধনা করেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে অনেকেই তাকে জবাব দিয়েছেন যে দেশ জুড়ে হিংসা করার জন্যই যোগী সরকার তাদেরকে শাস্তি দিয়েছে। শাস্তি দেওয়ার পদ্ধতিটা অনৈতিক হলেও যে কাজ তারা করেছেন তার জন্য এই শাস্তিটা অবশ্যই তাদের প্রাপ্য এমনটাই কমেন্ট করছেন নেটিজেনরা। স্বরা ভাস্কর জবাব দিতে এসেছিলেন গৌতম গম্ভীর কে কিন্তু নেটিজেনরা তাকে তুলোধোনা করলেন।