তাকে সবাই খান স্যার বলেই চেনে যদিও তার আসল নাম কি সেই নিয়ে এখনো সকলের মনে প্রশ্ন রয়েছে, তবে সেই নাম যে তিনি কবে প্রকাশ্যে আনবেন সেটা বলা খুব মুশকিল তবে তিনি যে কাজ করেছেন সেটা সবার সামনেই রয়েছে। যার জন্য সারা ভারতে অজস্র মানুষ তার ভক্ত। শুধুমাত্র গরিব ছেলেমেয়েদের শিক্ষা দিয়ে উচ্চতর জায়গায় পৌঁছে দিতে ত্যাগ করেছেন নিজের অনেক কিছুই। সেই সমস্ত কিছুর সাক্ষী আছে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ আর এই কৃতি ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিগত ২৩ বছর ধরে ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো-এর তালিকায় রয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) -র আকর্ষণীয় সঞ্চালনার গুণে এই দীর্ঘ সময়েও এতটুকু ভাটা পড়েনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র জনপ্রিয়তায়। আর এবার এই মঞ্চে খেলতে এলেন বিহারের ভাইরাল খান স্যার (Khan Sir)।
গরিব ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষাদানের জন্য তিনি যে ১০৭ কোটি টাকার সুযোগ ছেড়ে দিয়েছিলেন। তার এই আত্মত্যাগের কথা অনেকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে এসে গিয়েছিল তবে বড় মঞ্চে অমিতাভ বচ্চনের সামনে যখন ব্যাপারটি সামনে আসে তা দেখে রীতিমতো অবাক হয়ে যান বিখ্যাত অমিতাভ বচ্চন নিজেও। খান জিএস রিসার্চ সেন্টার’ (Khan GS Research Centre) নামক এক ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের জেনারেল স্টাডিজ পড়ান খান স্যার। তার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা কোটির ঘর পেরিয়ে গেছে। বিহারী আন্দাজে তার পড়ানোর ধরন খুবই জনপ্রিয় এবং সহজ, আঞ্চলিক ভাষায় তার কথা বলা, পড়ানোর ভঙ্গিতে মুগ্ধ বহু। যদিও তিনি নিজে মুখে নিজের সম্পর্কে এক বিন্দুও প্রশংসা করেননি, নিজের সম্পর্কে প্রশংসা করতে তিনি বিন্দুমাত্রও পছন্দ করেন না তবে তার সাথে কেবিসির মঞ্চে ছিলেন কমেডিয়ান জাকির খান যিনি সমস্ত কিছু প্রকাশ্যে নিয়ে আসেন।
এদিন কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার তথা কমেডিয়ান জাকির খান এবং বিহারের শিক্ষক খান স্যার l আর সেখানেই খান স্যারের গরীব বাচ্চাদের জন্য ১০৭ কোটি অফার ছেড়ে দেওয়ার ঘটনা শোনান জাকির খান। যা শুনে রীতিমতো বচ্চন স্যারও অবাক হয়ে যান। সেই সঙ্গেই হাততালি দিতে থাকেন উপস্থিত দর্শকরা। এদিন জাকির খান বলেন,’ খান স্যারের কথা বলার ধরণ এবং ওনার মাটির মানুষ সুলভ ব্যক্তিত্ব দেখে সকলে মুগ্ধ হয়ে যান। আপনারা অনেকেই হয়তো জানেন না, নিজের কোচিং ছেড়ে অন্য একটি কোচিংয়ে যোগ দেওয়ার জন্য ওনাকে প্রায় ১০৭ কোটি টাকা অফার করা হয়েছিল। কিন্তু তিনি সেই অফার গ্রহণ করেননি।’
আর এরপর খান স্যার জানান কেন তিনি এই অফার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, ‘স্যার আমি নিজের কোচিংয়ে ২০০ টাকায় পড়াই। আমায় ওনারা নিয়ে চলে গেলে সেটার জন্য লাখ টাকা চার্জ করতো। গরিবদের কী হতো স্যার? ১০৭ কোটি টাকায় আমি হয়তো কিছু ঘর বানিয়ে ফেলতাম। সেই কিন্তু প্রস্তাব ফিরিয়ে আমি যে শিশুদের পড়িয়েছি, সেই জন্য আজ প্রত্যেক ভারতবাসীর মনে আমার স্থান হয়ে গিয়েছে’। গরিব শ্রেণীর মানুষরা যাদের শিক্ষা অর্জন করতে অর্থ দেওয়ার ক্ষমতা নেই বিশেষত তাদেরকেই জীবনে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন এই খান স্যার।
প্রসঙ্গত, ১৯৯২ সালে উত্তর প্রদেশের গোরখপুরে জন্মগ্রহণ করেন খান স্যার। তার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে, বিজ্ঞান বিভাগে স্নাতক হওয়ার পর তিনি জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি লাভ করেন। তবে তার এই শিক্ষার আসল লাভ পাচ্ছে অসংখ্য ছাত্র-ছাত্রীরা, যারা অফলাইন এবং অনলাইন সমস্ত ভাবেই তার experience এর লাভ পাচ্ছে।