পোস্ট অফিসের ধামাকা:নতুন MIS স্কিমে এককালীন ৩ লাখ টাকা জমা করলে,মাসে মাসে পাবেন মোটা টাকা !

দৈনন্দিন খরচা বাঁচিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা এখনো টাকা বাঁচিয়ে কোন একটা জায়গায় বিনিয়োগ করার কথা ভাবেন। আর সুরক্ষার সাথে বিনিয়োগ করার একটা ভরসাযোগ্য জায়গা হল পোস্ট অফিস। কারণ বিভিন্ন চিটফান্ডে টাকা মার গেলেও পোস্ট অফিসের মত সরকারি সংস্থায় কোনদিনও টাকা যে মার যাবে না এই নিয়ে কোন সন্দেহ নেই। আর সাধারণ মানুষকে ইনভেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে পোস্ট অফিস নিত্য নতুন ভালো ভালো স্কিম লঞ্চ করেই চলেছে।

সাধারণত বিনিয়োগের ক্ষেত্রে বাঙালি মধ্যবিত্তরা খুব একটা রিস্ক নিতে স্বচ্ছন্দ্য নয় ৷ আপনিও যদি রিস্ক ছাড়া গ্যারেন্টিড রিটার্ন চান তাহলে বর্তমানে পোস্ট অফিসের বিভিন্ন স্মল সেভিংস স্কিমের থেকে ভাল অপশন আপনার জন্য আর কিছু নেই ৷ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম ( Post Office Monthly Income Scheme ) খুবই লাভজনক একটি স্কিম ৷ তবে অনেকেই এই স্কিমের বিভিন্ন সুবিধা সম্পর্কে জানেন না ৷৫ বছর পর আপনার মূলধন আপনি তুলে নিতে পারবেন ৷

```

না হলে সেই মুহূর্তে খুব একটা টাকার দরকার না থাকলে আর ৫-৫ বছরের জন্য বিনিয়োগ চালিয়ে যেতে পারেন ৷এখানে সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷ রিটায়েরমেন্টের পর মাসে মাসে পেনশনের মতো এই স্কিম থেকে টাকা পাবেন ৷হিসেব অনুযায়ী, কোনও ব্যক্তি ৩ লক্ষ টাকা ৫ বছরের জন্য জমা রাখলে বার্ষিক সুদ প্রায় ২০ হাজার টাকা হবে ৷ অর্থাৎ মাসে ১8৫০ টাকা হয় ৷

সিঙ্গল অ্যাকাউন্টে এই আপনি ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন ৷ জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে ৷ এই স্কিম ৫ বছরের জন্য হয় ৷ তবে প্রি-ক্লোজারের সুবিধা পাওয়ায় যায় ৷ যোজনার শুরুর এক বছর পর টাকা তুলে নিতে পারবেন ৷ কিন্তু যোজনার ১ থেকে ৩ বছরের মধ্যে তুলে নিলে ডিপোজিট অ্যামাউন্টের ২ শতাংশ কেটে নিয়ে টাকা ফেরত দেওয়া হবে ৷ ৩ বছর পর টাকা তুলে নিলে ১ শতাংশ টাকা কেটে নেওয়া হবে ৷পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে প্রতি মাসে নয় বরং ( Post Office Monthly Income Scheme ) এককালীন টাকা রাখতে হয় ৷

```

টাকা জমা রাখার ভিত্তিতে প্রতি মাসে একটি নির্দিষ্ট সুদে রিটার্ন দেওয়া হয় ৷ এখানে গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে৷ এই স্কিমের ম্যাচিউরিটি ৫ বছরে হয় ৷ যে কোনও ডাকঘরে বা পোস্ট অফিসে যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ন্যূনতম ১০০০ টাকা দিয়ে এই যোজনা খুলতে হয় ৷

সব মিলিয়ে সাধারণ মধ্যবিত্ত এবং গরিব মানুষদের সামান্যটুকু টাকা-পয়সা জমানোর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অবশ্যই পোস্ট অফিস।