বাঙালি কন্যার বিশ্বজয়! যা করে দেখালেন বঙ্গকন্যা, সারা বিশ্বে বাঙালির জয়জয়কার !

বিদেশের মাটিতে বাঙালি মেয়ের বিশ্বজয়। বিশ্বের সবচেয়ে মেধাবী ছাত্রীর তালিকায় জায়গা পেয়েছে ভারতীয় বংশোদ্ভূত কন্যা। নাম তার প্রেশা চক্রবর্তী। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ৯ বছর বয়সি প্রেশা পেয়েছে ‘বিশ্বের উজ্জ্বলতম ছাত্রী’-র তকমা৷ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ছাত্রী প্রেশা।

জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতায় নাম দিয়েছিল ওই পড়ুয়া। সোমবারই সেই প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৯০টি দেশের ১৬ হাজার পড়ুয়ার মধ্যে গর্বের এই শিরোপা জিতে নিয়েছে প্রেশা। ফলাফলে দেখা গিয়েছে, যথেষ্ট কঠিন এই প্রতিযোগিতায় প্রতি বছর ৩০ শতাংশের কম প্রতিযোগী উত্তীর্ণ হতে পারে। যার মধ্যে অংশ নিয়ে বিশ্বের উজ্জ্বলতম ছাত্রীর তালিকায় গ্রেড-৩ পেয়েছে ভারতীয় বংশোদ্ভূত মেয়ে।

```

ছাত্রীর বাবা-মার কথায়, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী প্রেশা। মাত্র ৬ বছর বয়সে নাগলিয়ারি নন ভার্বাল এবিলিটি টেস্টে ৯৯ শতাংশ নম্বর পেয়ে সকলকে অবাক করে দিয়েছিল সে। পড়াশোনার বাইরেও নানা শখ আছে তার৷ বেড়াতে যাওয়া, হাইকিং, মিক্সড মার্শাল আর্টস-সহ নানা দিকে আগ্রহ রয়েছে ওই মেধাবী পড়ুয়ার।

গত বছর গ্রীষ্মে তৃতীয় শ্রেণীর ছাত্রী হিসেবে প্রেশা আমেরিকার জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইউথ-এর পরীক্ষায় বসেছিল৷ এর আগে স্যাট বা স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট, অ্যামেরিকান কলেজ টেস্টিং, স্কুল অ্যান্ড কলেজ এবিলিটি টেস্ট এবং একইরকম সিটি ট্যালেন্ট সার্চের মতো পরীক্ষার ফলাফলেও প্রেশা তাক লাগিয়ে দিয়েছিল। খবরটি ছড়িয়ে সকলেই ছাত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে।

```

সব মিলিয়ে সারা বিশ্বের সামনে বাংলার নাম উঁচু করেছেন এই বঙ্গ তনয়া।