বালাসোর কাণ্ডে আহতদের উদ্ধারকারে নিয়ে যাওয়া বাস পশ্চিমবঙ্গে এসেই দুর্ঘটনার কবলে!

বালেশ্বরে (Balasore) ট্রেন দুর্ঘটনায় (Train Accident) আহত যাত্রীদের মেদিনীপুরে (Medinipur) নিয়ে আসার পথে দুর্ঘটনায় পড়ল বাস (Bus)। শনিবার বিকেলে ৬০ নাম্বার জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে অল্প বিস্তার চোট পান অনেক যাত্রীই।ঘটনার পর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।