ধনুকভাঙা পণেই নজরকাড়া সাফল্য!যা করে দেখালেন দরিদ্র বাঙালি কন্যা,স্যালুট নেটিজেনদের

একজন ফাইটারের মতো করেই নিজের নজরকাড়া সাফল্যকে দেখছেন টেটে প্রথম স্থানাধিকারী বর্ধমানের ইনা সিংহ। ২০২২-এর প্রাথমিক টেটে ইনাই প্রথম হয়েছেন। ইংরেজিতে স্নাতক এই তরুণী টেটে সাফল্যের জন্য শুরু থেকে ধনুকভাঙা পণ করেছিলেন। বিশেষভাবে কোনও কোচিং না নিয়েও নিজে থেকে পড়াশোনা করেই প্রশ্নাতীত এই সাফল্য ঝুলিতে পুরেছেন ইনা।

বাড়ির মেয়ের এই সাফল্যে গর্বিত পরিবারের সদস্যরাও।শুক্রবারই ২০২২ টেটের ফল প্রকাশ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রথম সাংবাদিক বৈঠক করে ২০২২ সালের টেটের ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়েছে। বর্ধমানের ইনা সিংহ টেটে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন চারজন।

```

এভাবে প্রথম থেকে ১০-এর মধ্যে মোট ১৭৭ জন চাকরিপ্রার্থী রয়েছেন।বর্ধমানের বাড়িতে আজ খুশির রোল। নজিরবিহীন ফল করা ইনা এদিন বলেন, ‘একজন ফাইটারের মতো করেই এই সাফল্যকে দেখছি। আমি নিজের অধিকার সফলভাবে স্থাপন করার জন্য লড়েছি। সবাই নিজেদের লড়াই লড়ছেন।’

টেটে ১৫০-এর মধ্যে ১৩৩ নম্বর পেয়েছেন ইনা। শুরু থেকেই সাফল্যের শিখর ছোঁয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন এই তরুণী।তাঁর কথায়, ‘আমি আশাবাদী ছিলাম। কখনও কোনও কোচিং সেন্টারে পড়াশোনা করিনি। আমি অনেক বেসরকারি স্কুল, এনজিও-তে চাকরি করেছি। প্রচুর টিউশনিও করতাম। এবার ডব্লিউবিসিএস-এর দিকে যাব।’

```

সব মিলিয়ে পুরো এলাকায জুড়ে রীতিমতো খুশির হাওয়া বইছে।