পুরনো রোগের জন্য প্রচুর কষ্ট পেতে হবে। এই মাসে অজথা অর্থ নষ্ট হতে পারে। সন্তানের ভুল কাজের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা। এ মাসে শত্রুর আপস-প্রস্তাবে সাড়া দিতে পারেন। এ মাসে প্রেমে আনন্দ পাবেন। কর্মে উন্নতিতে ভাল সাহায্য পাবেন। বিস্তারিত নিচে রইলো।
ব্যবসায় সুখবর মিলবে। মহিলাদের থেকে সুবিধা পাবেন। বিবাহিত জীবন আনন্দে কাটবে। এ মাসে একটা অর্থ প্রাপ্তির যোগ আছে। যাঁরা চাকরি করেন তাঁদের জন্য ভাল সময়। এই মাস সবার ভালবাসা পাওয়ার সময়।
দূরে বেড়াতে যাবেন না, বিপদের যোগ আছে। মুখে কোনও রোগের জন্য অতিরিক্ত খরচ হবে। কর্মস্থানে গুরুজনের সাহায্যে সমস্যার সমাধান হবে। এ মাসে বন্ধুদের সঙ্গে বুঝে কথা বলুন, অশান্তি হতে পারে। কারও অবিশ্বাসের পাত্র হতে পারেন। মাসের শেষে ব্যবসা ভাল যাবে।
অর্থ ভাগ্য:
অর্থ ভাগ্য ভাল হলেও সঞ্চয় কম হবে। সংসারে খরচ বৃদ্ধি পাবে। অপরের সঙ্গে অশান্তির জন্য ভাল জিনিস হাতছাড়া হতে পারে।
আপনার আজকের রাশিফল দেখতে এখানে ক্লিক করুন। আপনার এই সপ্তাহের জন্য সাপ্তাহিক রাশিফল জানতে এখানে ক্লিক করুন।
[…] বৃশ্চিক রাশি মাসিক রাশিফল,click here […]