আমাদের মাথায় যত চুল আছে তার সবগুলোরই কিন্তু গ্রোথ হয় না। প্রায় ৯০% এর মতো চুলের গ্রোথ হয় আর বাকি ১০% এর মতো চুল রেস্টিং ফেজ বা বিশ্রামে থাকে। এই চুলগুলোই সাধারণত ঝরে যায়। তবে এর জায়গায় আবার নতুন চুল গজায়। আর বিশেষজ্ঞরা বলেন যে, প্রতিদিন কিছু চুল পড়াটা স্বাভাবিক। আপনার চুল যদি খুব বেশি ঝরতে থাকে তার মানে আপনার ১০% এর বেশি চুল রেস্টিং ফেজে চলে গিয়েছে। এর কারণ হতে পারে খাদ্য, জীবনধারা, অসুখ, ভুলভাল শ্যাম্পু ব্যবহার, চুলে কেমিক্যাল ব্যবহার বা ভেজা অবস্থায় চুল আঁচড়ানো ইত্যাদি। তবে আজকে বিজ্ঞান এবং আয়ুর্বেদের উন্নতির যুগে দাঁড়িয়ে চুল পড়া আটকানো এবং নতুন চুল গজানো পুরোটাই সম্ভব।
- চুল এমন একটি জিনিস যার ওপর অনেকাংশে নির্ভর করে যে সামনের থেকে আমাদেরকে কিরকম দেখাবে, তার সাথেই চুল ঝরতে শুরু করলে আমাদেরকে সময়ের থেকে অনেক বেশি বয়স্ক লাগে এবং অনেক জায়গায় আমরা হাসি এবং মজার পাত্র হয়ে থাকি। তাই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি বিশেষ প্রিমিয়াম তেল, আমরা নিয়ে এসেছি এমন একটি বিশেষ আয়ুর্বেদিক তেল, যা আপনার চুল পড়া আটকাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। একমাস ব্যবহার করার পরেই আপনি নোটিশ করবেন যে ধীরে ধীরে চুল গজানো শুরু হয়েছে এবং আপনার মাথার মধ্যে যে সমস্ত জায়গা গুলি ফাঁকা ছিল সেগুলি আরো ঘন লাগছে। এ সম্পর্কে আরো বিস্তারিত এবং অর্ডার করার পদ্ধতি নিচে রইলো।
সম্পূর্ণরূপে আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি আমাদের তেল যার কোন রকমের সাইডএফেক্ট নেই, একমাস ব্যবহার করার পরেই আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে নতুন চুল গজানো শুরু করেছে। এবং প্রায় দুই মাসের মধ্যেই আপনার যথেষ্ট চুল এসে যাবে। আমাদের এই তেলের একটি বোতল এর মূল্য ৩৯৯/- টাকা, তবে আপনি যদি দুই মাস ব্যবহার করতে চান তাহলে মাত্র ১০০ টাকা অতিরিক্ত দিয়ে একসাথে দুটি বোতল অর্ডার করুন মাত্র ৪৯৯/- টাকায়, আর তিনটি বোতলের দাম ৬৯৯/- টাকা। আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতেই কাজ করি, সুতরাং আপনার কাছে আমাদের তেল পৌঁছে যাবে, সেটি আপনি হাতে দেখে নিয়ে তারপরেই টাকা দেবেন। ডেলিভারির জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না।
- Ingredients: Cold pressed Coconut oil, Black Sesame seed oil, Flax Seed Oil, Mustard seed oil, Sunflower Seed Oil, Castor oil, and Kalonji oil enriched with more than 50 herbs. Argan oil, Avocado oil, Arnica oil, Almond oil, Apricot kernel oil, Amla oil, Bhringraj oil, Brahmi oil, Bottle gourd oil, Borage seed oil, Bakuchi oil, Bamboo oil, Cucumber oil, Carrot oil, Camellia seed oil, Grapeseed oil, Hibiscus oil, Hazel nut oil, Halim oil, Jojoba oil, Karanja oil
অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার নিচের বক্সে লিখুন। ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন।