বড়দিনে ঘূর্ণাবর্তের হুঙ্কার!তীব্র নিম্নচাপের হানা, আগামী পাঁচ দিনের আবহাওয়ার বিশাল আপডেট

পৌষ মাসের শুরুতে সারা রাজ্যজুড়ে দুরন্ত শীতের স্পেল শুরু হয় ৷ এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে যায় তাপমাত্রা ৷ ফলে শীতে রীতিমত কাঁপুনি ধরাবে শীতে এবার সবাই ভাবতে শুরু করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷কিন্তু হঠাৎ তাপমাত্রা বাড়তে শুরু করে ৷ সোমবার সর্বাধিক তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল ৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি আগামী পাঁচদিনের রাজ্যের আবহাওয়ার বিশাল আপডেট দিয়েছে আবহাওয়া দফতর ৷

উত্তরবঙ্গের তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২দিন থাকবে ঘন কুয়াশা ৷ উত্তরবঙ্গের বাকি জেলাতেই থাকবে মাঝারি কুয়াশা ৷ উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও থাকবে কুয়াশার প্রকোপ, যা সোমবারের ভোরে দেখতে পাওয়া গিয়েছে ৷ এই রকম ভাবেই চলবে আপাতত, ২৩ ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রার অনুভব করা যেতে পারে ৷

```

এই সবের মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷কলকাতার মানুষেরা যখন ভাবতে শুরু করেছিলেন ঠান্ডা এবার জাঁকিয়ে পড়বে, শীতের পোশাক বেশি পরিমাণে বের করে রেখেছেন ঠিক তখনই শীত গুগলি দিতে শুরু করে ২৩ ডিসেম্বর নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে ৷

শীতের পথে বড়সড় বাধা বলেই মনে করা হচ্ছে ৷ এরফলে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াবে তাই বড়দিনের হাড় কাঁপানো ঠান্ডা পড়বে না এমনই জানতে পারা গিয়েছে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে ৷

```

সব মিলিয়ে বাঙালির বড়দিনে কেক খাওয়ার আনন্দ কিছুটা হলেও যে মাটি হতে চলেছে, সেটা একদম পরিষ্কার।