ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত! অবস্থা খারাপ,লড়াই করছেন মৃত্যুর সঙ্গে!

পথ দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্ত ৷ উত্তরাখণ্ডের রুরকিতে গাড়ি নিয়ে ডিভাইডারে ধাক্কা ভারতীয় উইকেট কিপার-ব্যাটসম্যানের ৷ কপালে এবং পায়ে গুরুতর আঘাত নিয়ে নয়াদিল্লির হাসপাতালে ভর্তি তারকা ক্রিকেটার।

দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্ত। আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার।

```

রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের সন্নিকটে ঘটে দুর্ঘটনা। পন্ত দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাণকে তড়িঘড়ি রুরকির এক হাসপাতালে ভরতি করা হয়। অবিলম্বে পন্তকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তারকা ক্রিকেটারের প্লাস্টিক সার্জারি করা হবে বলে জানা যাচ্ছে।

পন্ত মাথায় চোট পেয়েছেন বলে খবর। তাঁর পিঠেও আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে। তাঁর পিঠেও ঘর্ষণজনীত আঘাত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ছবিতে।

```

এসপি দেহাত স্বপন কিশোর জানিয়েছেন, ‘হরিস্বার জেলায় মাংলাউর ও নারসানের মাঝামাঝি জায়গায় ক্রিকেটার ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনায় পড়ে। রুরকিক সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘনাটি ঘটে মাংলাউর থানায় অন্তর্গত এলাকায় এনএইচ ৫৮-র উপরে।