একদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফর্ম্যান্স জারি থাকে বাবর আজমদের। অন্যদিকে বিগ ব্যাশ লিগে ব্যক্তিগত দক্ষতার ছাপ রেখে চলেছেন শাদব খান।
বোলিংয়ের পাশাপাশি পাক তারকার ব্যাটের হাতটাও যে মন্দ নয়, সেটা এতদিনে সবার জানা। তবে তিনি কত ভালো ফিল্ডার, তার নমুনা পেশ করলেন বিগ ব্যাশে।
```
চলতি বিগ ব্যাশ লিগের অষ্টম ম্যাচে পারথ স্কর্চার্সের মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যারন হার্ডিকে যেভাবে আউট করেন শাদব, তাতে তাঁর বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংকেও সমান কৃতিত্ব দিতে হয়। নিজের বলেই শূন্যে শরীর ছুঁড়ে অ্যারনের ক্যাচ ধরেন শাদব।