মহিলাকে সঙ্গে নিয়ে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 17 সেকেন্ডের ছোট্ট ক্লিপটিতে হলদে শালোয়ার পরিহিত এক মহিলাকে মেট্রোর প্ল্যাটফর্মে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাঁর ঠিক পিছনেই সাদা শার্ট পরে আর এক ব্যক্তি (Man) হাঁটছেন। অনেক ক্ষণ ধরেই তিনি ট্র্যাকে খেয়াল রাখছেন, কখন সেখানে মেট্রো (Metro) প্রবেশ করবে। এমন সময় ট্রেনটিকে আসতে দেখে মহিলাকে (Woman) পিছন থেকে ধরে লাইনে ঝাঁপ দিলেন ওই ব্যক্তি। ওই মহিলা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন। কিন্তু লোকটা কিছুতেই ছাড়ছিলেন না। লাইনে ওই মহিলাকে জড়িয়ে ধরে শুয়েছিলেন। চোখের পলক পড়তে না পড়তেই সেখানে ওই পুরুষ ও নারীর উপর দিয়ে চলে যায় ট্রেনটি।
গত 4 জুন ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন চন্দন পাণ্ডে নামের এক ব্যক্তি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ঘটনাটি কলকাতার নোয়াপাড়া মেট্রো স্টেশনের। সেখানেই ওই ব্যক্তি এক মহিলাকে সঙ্গে নিয়ে ঝাঁপ দিয়েছিলেন মেট্রোর লাইনে। সিসিটিভি ফুটেজটি ব্যাপক ভাইরাল হয়েছে। গত 4 জুন শেয়ার করার পর থেকে এর মধ্যেই ভিডিয়োর ভিউ 457.9K ছাপিয়ে গিয়েছে। হৃদয়বিদারক ভিডিয়োটি দেখে বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
একজন বলছেন, “এটা একপ্রকারের খুন। মেয়েটি পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ছেলেটি তাঁকে জোর করে ধরে রেখেছিল।” আর একজন যোগ করেছেন, “ওই ব্যক্তি নিশ্চয়ই মহিলার কাছ থেকে প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন এবং বদলা নিতে মহিলাকে সঙ্গে করেই মেট্রোর সামনে ঝাঁপ দেন।”সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শনিবার কলকাতা মেট্রোয় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছিল। দেখুন সেই ভিডিও :
জানা গিয়েছে, সেই দিনই সন্ধাবেলা নোয়াপাড়া মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি এবং মহিলা। মেট্রোর তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা 6টা 34 মিনিটে ঘটনাটি ঘটে। দুজনে মেট্রোর ট্র্যাকে ঝাঁপ দেওয়ার পরউ সেখানে উপস্থিত মেট্রোর কর্মীরা তাঁদের বাঁচান।
ঘটনার পর বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা স্তব্ধ থাকে। পরবর্তীতে সন্ধে 7টা 14 মিনিট নাগাদ আবার মেট্রো পরিষেবা চালু করা হয়।