রাজ্যে ইতিমধ্যেই আগমন হয়েছে বর্ষার। উত্তরবঙ্গের একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঢুকে যাবে বর্ষা বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং , আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গে লাল সর্তকতা জারি থাকছে। ধীরে , ধীরে গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। সুতরাং পশ্চিমবঙ্গেও হবে প্রবল বর্ষণ। অপরদিকে দক্ষিণবঙ্গেও প্রবেশ করছে মৌসুমী বায়ু। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। বীরভূম , মুর্শিদাবাদ , নদীয়া , পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান , মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
পুরুলিয়া জেলাতে বিগত দিনের তুলনায় কিছুটা হলেও কমেছে তাপমাত্রার পার। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল দিকেও পুরুলিয়া শহরে অনেক জায়গাতেই বৃষ্টি হতে দেখা যায়। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষার। যার ফলে তাপমাত্রার পারদ বেশ খানিকটা কম হয়েছে।
পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া দফতর স্বস্তির খবর দিয়েছে, পুরুলিয়া জেলার জন্য। খুব শীঘ্রই প্রবল বর্ষণে ভাসবে জেলা পুরুলিয়াও। কিছুটা হলেও স্বস্তি মিলবে পুরুলিয়াবাসীদের।
চলতি সপ্তাহ থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতেই ঝড়-বৃষ্টি হতে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২৩ তারিখ নাগাদ বর্ষা প্রবেশ করবে রাজ্যের সমস্ত জায়গাতেই। স্বস্তি পাবে গোটা রাজ্যবাসী বলেই মনে করা হচ্ছে।