“এটা কি সত্যিই যীশু” যীশু থেকে সি আই মৌলি হওয়ার ভিডিও ও যীশুর প্রথম সিন দেখে অবাক সিনেপ্রেমীরা!

ঘোলাটে চোখ, কপালে কাটা দাগ, পুলিশের উর্দি গায়ে কে যেন এক পুলিশ অফিসার রয়েছে তবে একটু ঠিক করে দেখতেই বাঙালির বুঝতে খুব একটা অসুবিধা হলো না সেটা বাঙালি সিনেমা প্রেমিদের অত্যন্ত কাছের মানুষ যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। অনেক রকমের চরিত্রে তাকে দেখেছে বাঙালি সিনেমা প্রেমীরা, কখনো মজার, কখনো লাভার বয়, কখনো আবার ব্যোমকেশ। তবে এই লুকটাকে দেখে চমকে যাচ্ছে সমস্ত সিনেমায় হাতে আবার বন্দুক। তাতেই কৌতূহল। সামনেই ‘দশম অবতার’-এর মুক্তি। তার মাঝে অভিনেতার এ কোন অবতার? এ সবই যিশু করেছেন তেলুগু ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’-এর জন্য।তেলুগু সুপারস্টার রবি তেজার ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’।

অ্যাকশন-থ্রিলার এই সিনেমার পরিচালক ভামসি। ছবিতে পুলিশ অফিসার সিআই মৌলির ভূমিকায় অভিনয় করেছেন যিশু। তার জন্যই এই দুর্ধর্ষ লুক। রবি তেজা, যিশু ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৃতী স্যাননের বোন নূপুর স্যানন, অনুপম খের, রেণু দেশাই, মুরলী শর্মা।উল্লেখ্য, বাংলার পাশাপাশি দক্ষিণী ছবিতেও চুটিয়ে অভিনয় করছেন যিশু। তবে এই ছবিতে তাকে যে ধরনের চরিত্র এবং লুকে দেখা যাবে তা রীতিমতো সেনসেশন তৈরি করেছে সোশ্যাল মিডিয়াতে।

```

তার এই খতরনাক লুকটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে মেকআপ আর্টিস্টদের তার পাশাপাশি অনেক কষ্ট করতে হয় যীশুকে। তুই কতটা কষ্ট করে তাকে এই লুকটা নিয়ে সিনেমার শুট করতে হয়েছে সেটা অত্যন্ত প্রশংসাযোগ্য কারণ যেভাবে তাকে মেকাপ করা হয়েছে তাতে রীতিমতো তার একটা চোখকে চাপা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ভাবেই তিনি এতটা discomfort সাথে এই ছবিটি শুট করেছেন।। আর সেটাই এবার ভিডিওরা আকারে প্রকাশ করলেন অভিনেতা নিজেই, দেখুন ভিডিও:

২০২২ সালে অভিনেতার মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে দু’টি বাংলা সিনেমা আর তিনটি তেলুগু ছবি। চলতি বছরেও এমন ট্রেন্ডই দেখা যাচ্ছে। অভিনেতার মুক্তি পাওয়া বাংলা সিনেমা এখনও পর্যন্ত ‘পালান’। পুজোয় মুক্তি পাবে ‘দশম অবতার’। বাদ বাকি সিনেমার তালিকায় তেলুগু, মালয়ালম আর বাই লিঙ্গুয়াল (কন্নড়-তামিল) সিনেমাই দেখা যাচ্ছে।

```

‘টাইগার নাগেশ্বর রাও’ মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। তার ঠিক আগের দিন অর্থাৎ ১৯ অক্টোবর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। ছবিতে ফের একবার প্রবীর রায়চৌধুরি হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সঙ্গী খোকা অর্থাৎ অনির্বাণ ভটাচার্য। আর ট্রেলার দেখে যেটুকু আভাস পাওয়া গিয়েছে তাতে যিশু অভিনয় করেছেন সিরিয়াল কিলারের ভূমিকায়।