আপনার আজীবনের যা ইনকাম,রোনাল্ডো পাবে প্রতি মিনিটে,নতুন ক্লাবে টাকার অঙ্ক চমকে দেবার মতো!

পর্তুগালের (Portugal) হয়ে বিশ্বকাপের (FIFA World Cup 2022) ব্যর্থতা ভুলে, ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchestar United) সঙ্গে ঝামেলাকে দূরে সরিয়ে ফের নতুন ইনিংস শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শনিবারই সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসেরের (AlNassr Saudi Club) সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ‘সি আর সেভেন’ (CR 7)। এই ক্লাব থেকে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন পর্তুগিজ মহাতারকা। ভারতীয় মুদ্রায় এটা কত?

ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা। তবে চমকে দেওয়ার মতো ব্যাপার হল প্রতি মিনিটে প্রায় ৩৫ হাজার টাকা পাবেন রোনাল্ডো। ঘণ্টায় তাঁর আয় প্রায় ২১ লক্ষ টাকা। প্রতি মাসে রোনাল্ডো পাবেন প্রায় ১৪৮ কোটি টাকা। প্রতি বছরে টাকার অঙ্ক দাঁড়াচ্ছে ১৭৭৫ কোটি। তারকা স্ট্রাইকারের সঙ্গে সৌদি আরবের ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে।

```

নতুন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে রোনাল্ডো বলেছেন, ‘নতুন দেশে ও নতুন পরিবেশের ফুটবলে যোগ দিতে পেরে আমি খুবই উত্তেজিত। আল নাসের সৌদি আরবে পুরুষ এবং মহিলা ফুটবল উভয় ক্ষেত্রেই যা উন্নতি করছে সেটা খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে ফুটবলের প্রতি অনেক প্যাশন আছে

রোনাল্ডো আরও যোগ করেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি ইউরোপীয় ফুটবলে জেতার জন্য যা চেয়েছি সবই জিতেছি এবং এখন অনুভব করছি যে এশিয়ায় আমার অভিজ্ঞতা শেয়ার করার এটাই সঠিক মুহূর্ত। আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার জন্য উন্মুখ এবং তাদের সঙ্গে একসঙ্গে ক্লাবকে সাফল্য অর্জনে সাহায্য করার জন্য অপেক্ষা করতে চাই।’

```

এদিকে আলনাসেরের সভাপতি মুসাল্লি আলমুয়াম্মার বিবৃতিতে বলেছেন, ‘রোনাল্ডোর সঙ্গে চুক্তি করে আমরা ইতিহাস গড়লাম। এই স্বাক্ষর শুধুমাত্র আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে তাই নয় এর পাশাপাশি আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যত প্রজন্মের ছেলে ও মেয়েদের নিজেদের সেরা কাজ করতে অনুপ্রাণিত করবে।’