মেসিকে নিয়ে ১৬ বছর আগের করা ভবিষ্যৎবানী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে

ফুটবল ক্লাব ফুটবলে দু’হাতে সাফল্য পাওয়া লিওনেল মেসির এখনও বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। তবে এবার ট্রফিটা আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠবে বলে বিশ্বাস মেসিরসাবেক সতীর্থ ও সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের।

৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচাতে এসে কাতারে শুরুটা হয়েছিল অঘটনের হারে। যদিও সৌদি আরবের কাছে সেই হারের পরদারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও।

```

দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। স্বপ্নের ট্রফিটা ছুঁয়ে দেখতে আরমাত্র এক ম্যাচের অপেক্ষা। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সেমিফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় এসেছে আর্জেন্টিনার। এবার শিরোপার আশা পূরণ করতে ফ্রান্সের বিপক্ষে কঠিন পরীক্ষায় পাস করতেই হবে।

টুর্নামেন্টজুড়ে সেরা ছন্দে আছেন এলএমটেন। দলের ৯ গোলে ছয়টিতে অবদান তার। নিজে করেছেন চার গোল, অ্যাসিস্ট আছে দুটি। নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগেও শুভকামনাজানিয়েছিলেন ইব্রা।

```

বার্সেলোনায় মেসির সাবেক এ সতীর্থ বলেন, আশা করছি মেসির জন্যই বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।