পোস্ট অফিসের নতুন স্কিম: প্রতি মাসে ১৫০০ টাকা করে দিলেই নতুন স্কিমে পেয়ে যাবেন ৫ লাখ টাকা!

এখনকার দিনে সবাই ভবিষ্যত নিয়ে চিন্তা করেন। সেই কারণেই অনেকেই ব্যাঙ্ক বা অন্য কোনও স্কিম ছাড়াও বিনিয়োগের জন্য অন্য মাধ্যম খোঁজেন। বেতনভোগী কর্মীদের অনেকেই পোস্ট অফিস PPF-কে বিনিয়োগ এবং অবসরকালীন সঞ্চয় গড়ার পদ্ধতি হিসাবে বেছে নেন। সবচেয়ে মজার বিষয় হল, পোস্ট অফিসে গিয়ে PPF অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম আমানত লাগে মাত্র ৫০০ টাকা। PPF-এর ঊর্ধ্বসীমা হল ১.৫ লক্ষ টাকা। অ্যাকাউন্টের মেয়াদ থাকে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে পরবর্তী ১৫ বছর। অ্যাকাউন্ট সক্রিয় রাখতে আপনাকে প্রতি অর্থবর্ষে এই ন্যূনতম ৫০০ টাকা করে দিতেই হবে। এবার দেখা যাক রোজ ৫০ টাকা করে রাখলে অর্থাৎ মাসে ১৫০০ টাকা করে দিলে কতটা লাভ হবে আপনার।

প্র: রোজ মাত্র ৫০ টাকা করে রাখলে কত ফেরত পাবেন? যদি আপনার রোজকার সংসার খরচ থেকে ৫০ টাকা করে বাঁচাবেন। এই টাকাই আপনার পোস্ট অফিস PPF-এ জমা করলেন। তাহলে কী হবে?৫০ টাকা করে ৩৬৫ দিনে দাঁড়াচ্ছে ১৮,২৫০ টাকা। এই ৫০ টাকা করেই আপনি রোজ, আগামী ১৫ বছর করে জমা ধরতে থাকলেন। মাসে গড়ে ১,৫০০ টাকা করে।মনে হতেই পারে, যে ১৫ বছর অনেক বেশি সময়। কিন্তু এই সাধারণ ডিসিপ্লিনের কারণেই আপনার প্রায় ২,৭৩,৭৫০ টাকা বিনিয়োগ করা হয়ে যাবে।

```

বিনিয়োগ ওয়েবসাইট Groww-এর ক্যালকুলেটর অনুযায়ী, ৭.১% হারে চক্রবৃদ্ধি সুদে, আপনার বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ৪,৯৪,৯৬৫ টাকা। অর্থাত্, ২,২১,২১৫ টাকা খালি সুদই পাবেন আপনি! অর্থাত্, বিনিয়োগ,রোজ: ৫০ টাকামাসে: গড়ে ১,৫০০ টাকা, বছরে: ১৮,২৫০ টাকা, সময়: ১৫ বছর, মোট বিনিয়োগ: ২,৭৩,৭৫০ টাকা। মোট সুদ: ২,২১,২১৫ টাকা। ম্যাচিওর হয়ে ফেরত পাবেন মোট: ৪,৯৪,৯৬৫ টাকা। চাইলে আরও করতে পারেন!সময়ের সঙ্গে আপনার আয় বাড়বে। ফলে তখন দিনে গড়ে ৫০ টাকার বদলে আরও বেশিও এই অ্যাকাউন্টে ফেলতে শুরু করে দিতে পারেন। তাছাড়া চাইলে ভবিষ্যতে শখের চার চাকা কেনার টাকাও এর থেকেই উঠে আসতে পারে।তাছাড়া আপনি চাইলে এককালীন বড় অঙ্কের টাকাও এখানে মাঝে-মাঝে ফেলতে পারেন। তবে তা পূর্বে উল্লেখিত সীমার মধ্যেই রাখতে হবে। তবে রোজ ১০০ টাকা করে দিয়ে মাসে ৩০০০ টাকা দিলে কি হবে?

প্র: যদি ১০০ টাকা করে রাখি?১০০ টাকা রোজ ম্যানেজ করতে পারলে আরও উত্তম। সেক্ষেত্রে বছরে ৩৬,৫০০ টাকা করে বিনিয়োগ দাঁড়াবে। আসুন হিসাব করা যাক, তাতে আপনার কী লাভ হবে: রোজ: ১০০ টাকা, তাহলে মাসে: গড়ে ৩,০০০ টাকা। এক্ষেত্রে বছরে: ৩৬,৫০০ টাকা, সময়: ১৫ বছর, মোট বিনিয়োগ: ৫,৪৭,৫০০ টাকা, মোট সুদ: ৪,৪২,৪৩১ টাকা। ম্যাচিওর হয়ে ফেরত পাবেন মোট: ৯,৮৯,৯৩১ টাকা, ফলে চাকুরিজীবীদের জন্য PPF করে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

```

এর ফলে আপনার অবসর জীবনের জন্য এখন থেকেই অল্প অল্প করে একটি বড় অঙ্কের টাকা জমিয়ে ফেলতে পারবেন। পেনশনহীন বেসরকারি কর্মীদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।তাই আজই এই বিষয়ে আপনার বিনিয়োগ ও কর বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।