হায় রে জীবন! বিশ্ব সংসারে তাঁর পাশে কেউ নেই। মাসের শুরু হোক বা শেষ, পকেটে টাকার টান পড়লে তাঁকে একটু সহায়তা করার মতো কেউ নেই। তিনি এতটাই একা, অসহায়!এমন অসহায় মানুষদের জীবনে যা হয়, সেন্টুর সঙ্গেও তাই হচ্ছে। কারও কাছে হাত পাততে পারেন না। নিজের ডাল-ভাত নিজেকেই জোগাড় করতে হবে। তা সে শরীর যতই খারাপ হোক। তাই বাংলাদেশের রিক্সাচালক সেন্টু নাকে অক্সিজেনের নল লাগিয়েই রিক্সা টানেন।রাজশাহী শহরের রিক্সাচালক সেন্টুর ছবি গত ২ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বাংলাদেশের রাজশাহী নগরের কলাবাগান এলাকার বাসিন্দা সেন্টু। শরীর বেশ কিছুদিন ধরেই অসুস্থ। ফুসফুসে সমস্যা। নাকে সর্বক্ষণ অক্সিজেনের নল। কিন্তু তা নিয়ে বসে থাকলে সেন্টুর চলবে না। তাই নাকে নল নিয়েই নেমে পড়েছেন রিক্সা টানতে।মাইনুজ্জামান সেন্টুর এমন লড়াই সবার চোখ ভিজিয়েছে। এমনকী বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, তাঁরা যথাসম্ভব সাহায্য করবেন সেন্টুকে। আপাতত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসের সমস্যার চিকিৎসার জন্য ভর্তি সেন্টু।
বছর পাঁচেক আগে একটি বেসরকারি সংস্থা থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে একটি রিক্সা কিনেছিলেন সেন্টু। দুবছর পর তাঁর রিক্সাটি চুরি হয়ে যায়। তার পর আবার ঋণ নিয়ে আরেকটি রিক্সা কেনেন তিনি। প্রতি সপ্তাহে বাংলাদেশী টাকায় ১ হাজার ৩৫০ টাকা করে কিস্তি দিতে হয় সেন্টুকে।
দিনে তিনটি করে অক্সিজেন সিলিন্ডার লাগে। ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার বাবদ রোজ ৬০০ টাকা খরচ। তাই সংসারের খরচ ও নিজের ওষুধের টাকা জোগাড়ে সেন্টুকে নাকি নল নিয়েই রিক্সা নিয়ে বেরোতে হয়।
সোশ্যাল মিডিয়ার মাধ্যম গুলিতে ভাইরাল হয়েছে এই ছবি।