ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। হ্যাঁ ভারতবাসীর স্বপ্ন সফল হতে পারে। কারণ, সৌদি আরবের ক্লাব আল নাসেরের (Al Nassr FC) হয়ে খেলতে দেখা যাবে পর্তুগিজ তারকাকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছেড়ে এবার এশিয়ায় ক্লাবে খেলবেন ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনাল্ডো।
সেই সূত্রেই ভারতে আসতে পারেন রোনাল্ডো। সৌদি আরবের এই ক্লাবকে যদি সে দেশের লিগে বিজয়ী বা রানার্স করতে পারেন রোনাল্ডো তবে তাঁরা এএফসি চ্যাম্পিয়ন্স (AFC Champions League) লিগে খেলতে পারেন। এই লিগে অংশ নেয় ভারতের সেরা দলও। তাই এই দুই দল যদি এক গ্রুপে পড়ে তবে ভারতে খেলতে আসতে পারেন রোনাল্ডো।
কাদের বিরুদ্ধে খেলতে পারেন রোনাল্ডো?
ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে। সে ক্ষেত্রে এখন এগিয়ে রয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ও মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। তবে তার আগে অর্থাৎ ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে জামসেদপুর এফসি (Jamshedpur FC)। আল নাসের যদি লিগে সেরা বা রানার্স হয় তবে তারা এই চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন।
কলকাতায় খেলতে দেখা যাবে রোনাল্ডোকে?
এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কিছুটা সুযোগ থাকছে লিগ শিল্ড জেতার। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে তাঁরা। অন্যদিকে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মুম্বই সিটি এফসি। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হায়দরাবাদ এফসি। কলকাতার আরেক ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal) এখন আট নম্বরে। তাদের পয়েন্ট ১১ ম্যাচে ১২। ফলে কলকাতায় সিআর সেভেনকে দেখতে হলে ভরসা শুধুই এটিকে মোহনবাগান।
খারাপ বছর কাটালেন রোনাল্ডো
২০২২ সালটা একেবারেই ভাল যায়নি সিআর সেভেনের। সদ্যজাত শিশুকে হারান তিনি। এরপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গেও মনোমালিন্য হয় তাঁর। ইউনাইটেডে দ্বিতীয় ইনিংস খুব ভাল হয়নি তাঁর। বিশ্বকাপ জয়ের স্বপ্নও সফল হয়নি রোনাল্ডোর। এটাই ছিল তাঁর শেষ বিশ্বকাপ। শুরুটাও বেশ ভাল হয়েছিল তাদের। তবে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ০-১ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোনাল্ডো। ইউনাইটেডে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন নিয়ে এসেছিলেন রোনাল্ডো। সে স্বপ্ন সফল হয়নি। তবে তা ছিল ইউরোপ সেরার লড়াইয়ের মঞ্চ। আর এবার নামতে হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতার লড়াইয়ে।