‘বিপর্যয়’ ও ‘তেজ’ ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড় ! ৮ জেলায় তীব্র ঝড় বৃষ্টির ভ্রুকুটি!

ফের অস্বস্তিকর গরম। এই মুহূর্তে রাজ্যবাসী বৃষ্টি চাইলেও সব জায়গায় সেইমতো বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে একটাই ভালো খবর সেটা হলো জোড়া সাইক্লোনের পূর্বাভাস দিয়েছে একাধিক আবহাওয়ার মডেল। বর্তমান মুহূর্তের আবহাওয়ার কথা যদি বলতে যাই সেক্ষেত্রে কলকাতায় ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। তবে কলকাতা সহ বেশ কয়েকটি জেলা মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে একটাই ভালো খবর আর সেটা হল রীতিমতো জোড়া ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। বিপর্যয় এবং তেজ এই দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে।

ভারতের মৌসম ভবন জানাচ্ছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল জানাচ্ছে উত্তর আন্দামান সাগর এর এই সাইক্লোনিক সার্কুলেশন রবি-সোম নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। ৫ জুন থেকে ৭ জুনের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়াবে। প্রভাব বাড়াবে পূর্ব মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।শেষ পর্যন্ত ৮ জুন থেকে ৯ জুনের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে বিশ্বের আবহাওয়া মডেলের পূর্বাভাস। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে “বিপর্যয়”। এর নাম দিয়েছে বাংলাদেশ।

```

গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। শনিবার শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও গরম জনিত অস্বস্তি বজায় থাকতে পারে। তবে কিছু কিছু জেলায় এদিন তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে কিছুটা স্বস্তির খবর মিলেছে, সেটা হলো কয়েকটি জেলাতে হতে পারে বৃষ্টিপাতও। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। শনি এবং রবিবার সেখানে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি জানিয়ে রাখবো যে জোড়া ঘূর্ণিঝড় ধেয়ে আসছে এদিকে যার ফল স্বরূপ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভাল রকম বৃষ্টি হতে পারে।

পরপর দুটি ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে জানা যাচ্ছে এমনটাই। বিপর্যয় এবং তেজ এই দুই সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও মৌসম ভবনের তরফে এখনও কোনও তথ্য এই প্রসঙ্গে দেওয়া হয়নি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আরব সাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদিও তা কতটা শক্তিশালী হবে তা এখনও স্পষ্ট নয়।

```

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলাতেও রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এই জেলাগুলি হল- উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা। উত্তরবঙ্গের অপর দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হতে পারে পারে হালকা বৃষ্টি।তবে অন্যান্য জেলাগুলিতে বজায় থাকবে অস্বস্তি। বাড়বে তাপমাত্রার পারদও। অন্যান্য কোনও জেলায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।