বিশ্বের সবথেকে সেরা ক্রীড়া টুর্নামেন্টগুলির মধ্যে একেবারের উপরের সারিতে থাকে আইপিএল (Indian Premier League)। অন্তত জনপ্রিয়তার বিচারে তো বটেই। সেই মেগা লিগের জনপ্রিয়তম দলগুলির অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন। দলের কর্ণধারের নাম শাহরুখ খান (Shah Rukh Khan) হওয়াটা কেকেআরের উপর সর্বদা লাইমলাইট থাকার আরও একটি বড় কারণ বটে। তবে কেন কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেন শাহরুখ?
সম্প্রতি শাহরুখ খানের একটি নয় মাস পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ খানকে এই প্রশ্নটিই করতে শোনা যায় জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মাকে। জবাবে শাহরুখ হাসিমুখে কোনও রাখঢাক না করেই জানান মমতার জন্যই তিনি কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেনার সিদ্ধান্ত নেন। ভাইরাল ভিডিওতে কপিল শর্মা শাহরুখ খানকে প্রশ্ন করেন, ‘আপনি দিল্লির ছেলে, থাকেন মুম্বইতে, কিন্তু ক্রিকেট দল আপনি কলকাতার কিনেছেন। এমনটা কেন?
জবাবে এক গাল হাসি নিয়ে নিজের স্বভাবচিত বুদ্ধিমত্তার সঙ্গেই ‘বলিউড বাদশাহ’ জবাব দেন, ‘এটার কারণটা খুবই সহজ এবং সাধারণ। তুমিও নিশ্চয়ই এমনটা অনুভব করেছো। দিল্লিতে যে কোনও অনুষ্ঠান করলেই বিনামূল্যে প্রচুর পাস বিলি করতে হয়। দিল্লির স্টেডিয়াম থেকে কোনও উপার্জনই হয় না। ওয়াংখেড়েতে আমায় ঢুকতে দেয় না। সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। তো যেখানে আমি মমতা পেয়েছি, সেখানেই আমি গিয়েছি।’
২০০৮ সালে আইপিএলের শুরুর সময় শাহরুখ খান দীর্ঘদিনের বন্ধু তথা সহঅভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার সঙ্গে মিলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেনেন। তিনবার ফাইনাল খেলে, ২০১২ ও ২০১৪ সালে দুইবার আইপিএল জিতেছে কেকেআর। শাহরুখ খানকে প্রায়শই ইডেন গার্ডেন্সে দলের হয়ে গলা ফাটাতে দেখা যায়। এ মরশুমে নাইটদের প্রথম ম্যাচেও ক্রিকেটের নন্দন কাননে উপস্থিত ছিলেন তিনি।
তাঁর দল মরশুমের শুরুটাও কিন্তু দারুণভাবে করেছে। দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়ে লিগ তালিকায় আপাতত দুইয়ে কেকেআর।বুধবার, ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচ জিতে কেকেআর জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
সব মিলিয়ে এই সিজনে কেকেআর বেশ ভালোই খেলছে।