আর দেরি নেই! ঝমঝমিয়ে নামছে বৃষ্টি, কবে? দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর!

টানা তাপপ্রবাহের কষ্টে এবার পড়তে চলেছে ইতি৷ আগামী রবিবার থেকেই আবহাওয়ার ভোলবদল৷ আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন। উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।রবিবার থেকে ভারী বৃষ্টি হবে৷ বৃষ্টিপাত হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার।কলকাতা, হাওড়া, হুগলি-সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হলেও রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যেই কেরলে বর্ষা ঢুকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। একইসঙ্গে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে।

অর্থাৎ, শুক্রবারের মধ্যে বর্ষা ঢুকছে কেরলের পাশাপাশি পূর্ব ভারতেও। ইতিমধ্যেই কেরল এবং উত্তর-পূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। রবিবারের মধ্যে উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি।বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

সবকিছু মিলিয়ে এখন বৃষ্টির অপেক্ষা করছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতের সাধারণ মানুষ কারণ এই গরম যেন আর কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না।