ভারতে অলিম্পিক হতে চলেছে! ঐতিহাসিক সুখবর শোনালেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর!

সারা ভারতবাসীর স্বপ্ন ভারতে একটা সময় যাতে অলিম্পিক হয়। কিন্তু বিগত একটা লম্বা সময় ধরে এরকম কিছু হয়নি। তবে ভারতের মাটিতে এ বার গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর! এমনই সম্ভাবনা উসকে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। অদূর ভবিষ্যতে পূর্ণ হতে পারে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন।

নয়াদিল্লি: অলিম্পিককে (Olympic) বলা হয়, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ফুটবল বিশ্বকাপ বাদ দিলে, এই মাল্টি স্পোর্টস ইভেন্টের মতো পরিধি অন্য কোনও প্রতিযোগিতার নেই।

```

অলিম্পিকের মঞ্চে বেশ কয়েকবছর ধরে ভারতীয় অ্যাথলিটরা দাপট বেড়েছে। সেরার সেরা মঞ্চ থেকে এসেছে সোনা, রুপো, ব্রোঞ্জ পদক। দেশের মাটিতে কি কোনওদিন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন নীরজ চোপড়া, ভিনেশ ফোগটরা।

ভারতের মাটিতে কি কোনওদিন অলিম্পিক আয়োজন সম্ভব? ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) কিন্তু সম্ভাবনা উসকে দিচ্ছেন। এক সাক্ষাৎকারে তাঁর দাবি, ভারত গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো ইভেন্ট আয়োজন করতে প্রস্তুত। এই মাল্টি স্পোর্টস ইভেন্টের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে ভারত। অলিম্পিকের আসর বসে চার বছর অন্তর।

```

২০২৪ অলিম্পিক প্যারিসে। ২০২৮ অলিম্পিক ফ্লোরিডাতে। ২০৩২ অলিম্পিক ব্রিসবেন, অস্ট্রেলিয়া। ২০৩৬-এ ভারতে হলে, আহমেদাবাদ শহরে অলিম্পিক অনুষ্ঠিত হবে।