বড় খবর:সপ্তাহান্তে আমূল বদলে যাবে আবহাওয়া, বাংলায় বর্ষা প্রবেশ নিয়ে ‘বিরাট’ আপডেট

তীব্র তাপপ্রবাহে ছারখার বঙ্গ। এমন সময়ে বৃষ্টি চাইছে রাজ্যবাসী। আর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহ কমে গিয়ে বর্ষা আসার পরিস্থিতি অনুকূল হবে।১৮ থেকে ২১ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি। উত্তরবঙ্গে বর্ষা অর্থাৎ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এসেছে পাঁচ দিন পর। দক্ষিণবঙ্গে কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত সময় ১১ই জুন।শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। কিন্তু তারপরেই বদলে যাচ্ছে পুরো আবহাওয়া।

উপকূল সংলগ্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মূলত গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষ পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা প্রায় একই থাকবে। রবিবার থেকে বদলাবে আবহাওয়া, কমবে গরম এবং শুরু হবে বৃষ্টি। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সুখবর পাচ্ছে উত্তরবঙ্গ।

```

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, আগামী ৪/৫ দিন ভারী বৃষ্টি হবে। কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও প্রবল বর্ষণের সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় মঙ্গলবারের তাপমাত্রা ৩৯ এর কাছাকাছি থাকলেও রিয়েল ফিল ছিল ৫০ এর অধিক। এবার এই দহনজ্বালা থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী, তা নিশ্চিত ভাবে জানায়নি হাওয়া অফিস।

দুদিন থেকে দক্ষিণবঙ্গেও দেখা মিলেছে বর্ষণের। বিক্ষিপ্ত অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই শেষ হচ্ছে না তীব্র গরম। পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আরও বেশ কিছু দিন। দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের পরেই ঢুকছে বর্ষা। অবশেষে বলা যায় যে কঠিন গরম পেরিয়ে বর্ষার সামনে এসে দাঁড়িয়েছে বঙ্গ এবং ৪-৫ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সব জায়গাতেই বৃষ্টি হবে।

```

দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় আরও কিছুদিন তাপপ্রবাহ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে আরও কয়েকদিন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই পিছু ছাড়ছে না অস্বস্তি। এই সপ্তাহ পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। রবিবার থেকে বদলে যাবে পুরো আবহাওয়া এবং বৃষ্টি দেখা মিলবে রাজ্যের প্রতিটি জেলায়।